বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২০

করোনায় নিউইয়র্কে প্রাইমারি নির্বাচন স্থগিত


চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে নিউইয়র্কে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। দেশটিতে করোনা পরিস্থিতি অবনতির ফলে এ নির্বাচন প্রায় দুই মাসের জন্যে স্থগিত করা হলো।

শনিবার (২৮ মার্চ) নিউইয়র্ক গভর্নর এন্ড্রু কোওমো স্থগিতের এ ঘোষণা দেন।

তিনি বলেন, আগামী ২৮ এপ্রিল প্রাইমারি নির্বাচনের ভোট অনুষ্ঠানের কথা থাকলেও তা এখন পিছিয়ে ২৩ জুন করা হয়েছে।

করোনার কারণে অন্যান্য রাজ্যেও ভোট স্থগিত করা হয়েছে। তবে নিউইয়র্কে সবচেয়ে বেশি দিন ভোট পেছানো হয়েছে। অন্যান্য রাজ্যের চেয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনার ছোবলও সবচেয়ে মারাত্মক।

করোনা ভাইরাস নিয়ে প্রতিদিনের ব্রিফিংকালে কওমো আরও বলেন, আমি মনে করি না ভোটের জন্যে অনেক লোককে এক জায়গায় জড়ো করা বুদ্ধিমানের কাজ হবে।

নিউইয়র্কে এ পর্যন্ত ৫২,৩১৮ জন করোনায় আক্রান্ত এবং এতে ৭২৮ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের অন্য আরও ১০টি রাজ্যে প্রাইমারির ভোট আয়োজন পিছিয়ে দেয়া হয়েছে। মার্কিন অঞ্চল পুয়ের্তোরিকোতেও প্রাইমারি নির্বাচন স্থগিত করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১