বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২০

কালুখালীতে জেলা পুলিশের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

ন্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণকালে এএসপি (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লা। প্রতিনিধির পাঠানো ছবি


রাজবাড়ী জেলার কালুখালীতে করোনা রোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করছেে জেলা পুলিশ।  রোববার সকাল ১০ টার দিকে কালিকাপুর ইউপির রায়নগর বাজারে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন এএসপি (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লা ‘র নেতৃত্বে পুলিশের একটি টিম।

এসময় কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, কালিকাপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন বাচ্চু, উপজেলা যুব মহিলালীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, ইউপি সদস্য আঃ জব্বার জুলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণকালে এএসপি (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন থাকতে বলেন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নিয়ম জানিয়ে দেন।

তিনি আরও বলেন রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (পিপিএম বার) এর দিক নির্দেশনায় জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে সাধারণ মানুষের মাঝে ১০ হাজার মাস্ক এবং ৫০ হাজার হ্যান্ড স্যানিটাইজার নিজেরা তৈরী করে বিতরণ করা হচ্ছে। এছাড়াও সমগ্র জেলায় ৯৫ টি হ্যান্ডওয়াশ কর্ণার নির্মাণ করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১