বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২০

মধুপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বানিয়াবাড়ি (আমতলী) বাজারের পশ্চিম পাশের ধান ক্ষেত  থেকে অর্ধগলিত এক অজ্ঞাত পরিচয় (৩৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

পুলিল ও এলাকাবাসী জানায়, রোববার ভোরে কুড়ালিয়া ইউনিয়নের বানিয়াবাড়ি (আমতলী) বাজারের পশ্চিম পাশের ক্ষেত  থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ এলাকাবাসী দেখেতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর খবর দিলে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।

আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, যুবকটিকে অন্য কোথাও হত্যা করে বস্তায় ভরে পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। ভেসে ওঠার কারণে গত শনিবার রাতে দুর্বৃত্তরা ওই ধান ক্ষেত ফেলে রেখে গেছে। মরদেহটির বিষয়ে এখনো কোনো তথ্য বা পরিচয় পাওয়া যায়নি।

মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিান মেডিকেল কলে হাসপাাতল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১