আপডেট : ২৯ March ২০২০
নোয়াখালীর সেনবাগে বিভিন্ন সড়ক এবং বাড়ি ঘরের আঙ্গিনায় জীবাণুনাশক ঔষধ ছিটিয়েছে ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বাবুপুর ও কাদরার তরুন সমাজ। আর মুন্সিরহাট বাজারে যুবলীগ নেতা দিদার ও কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলী নেতা সাইফুল ইসলাম সোহাগ, বাবুপুর গ্রামের তরুন সমাজ, সেনবাগ ভলিন্টিয়ার ফর হিউমিনেনিটি ও কাদরা সমাজ কল্যাণ এবং সেনবাগ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগানের নেতৃত্বে বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিম ও সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করে। এদিকে কোরনা সংক্রমেন আতঙ্কের কারণে সেনবাগ উপজেলা ৫০শয্যা হাসপাতালে রোগী শূণ্য হয়ে পড়েছে। রোববার বেলা ১১টার সময় সরেজমিনে গিয়ে দেখা গেছে মাত্র দুইজন রোগী ভর্তি রয়েছে এরমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত একটি শিশু ও একজন বয়স্ক ব্যক্তি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১