আপডেট : ২৯ March ২০২০
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক বছরেরও কম বয়সী শিশু মারা গেছে। শনিবার (২৮ মার্চ) ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিজকার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছে তাদের মধ্যে এক শিশুও রয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো শিশুর মারা যাওয়ার বিষয়টি একেবারেই বিরল। ইলিনয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানিয়েছে, ইলিনয়ের শিকাগোতে যে শিশুটি মারা গেছে, তার বয়স এক বছরেরও কম। পরীক্ষায় তার করোনা ধরা পড়েছে। ইলিনয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের প্রধান বলেছেন, এই খবরে তিনি একটা ধাক্কা খেয়েছেন। তিনি শিশুদের নিয়ে ভীষণ উদ্বিগ্ন। আগে কখনো করোনায় কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পূর্ণ তদন্ত চলছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক কিশোর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়া গত সপ্তাহে ফ্রান্সে ১৬ বছর বয়সী এক কিশোরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জনে পৌঁছেছে। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৭৫০ জন। প্রাণহানি ঘটেছে ২ হাজার ২২৭ জনে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪৮ জন। এরমধ্যে ৫ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন ১৫ জন। চিকিৎসা চলছে ২৮ জনের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১