বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২০

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কুয়াকাটা ভ্রমণ, দুই যাত্রীর জরিমানা  


নিষেধাজ্ঞা উপেক্ষা করে অন্য জেলা থেকে পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে আসা দুই ব্যক্তিকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার বিকালে পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মহিপুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ রায় দেন। অভিযুক্ত দুই ব্যক্তি থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, ঝালকাঠি জেলার নলছিটি এলাকার আ. মোতালেব এর ছেলে মোঃ মুসা, পটুয়াখালী শহরের শান্তিবাগ এলাকার ইব্রাহিম খলিল একটি মোটরসাইকেল যোগে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে তাদের পরিচয় জানার পর করোনা ভাইরাস বিস্তারে সহযোগিতা করার অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১