আপডেট : ২৯ March ২০২০
টেনিস তারকা সানিয়া মির্জার জীবনী নিয়ে নির্মিত হবে একটি ছবি। বছরখানেক আগে এমনটাই ঘোষণা দিয়েছিলেন প্রযোজক রনি স্ক্রিউওয়ালা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানিয়া মির্জা চারজনের নামের একটি তালিকা প্রকাশ করেছেন। আর এই চারজনের মধ্য থেকেই যে কোনো একজনকে নিজের চরিত্রে দেখতে চান তিনি। কিন্তু এই চারজনের আগে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার নামটি নিয়েছিলেন সানিয়া মির্জা। কিন্তু পরি এতে অভিনয় করতে পারবেন না। এ প্রসঙ্গে সানিয়ার ভাষ্য, পরিণীতি এখন ব্যস্ত ব্যাডমিন্টন তারকা সায়না নেহওয়ালের জীবনী নিয়ে নির্মিত ছবির কাজ নিয়ে। তাই তিনি আমার চরিত্রে অভিনয় করতে পারছেন না। কিন্তু সানিয়া চারজনের যে নামের তালিকা করেছেন কে কে রয়েছেন সেখানে? জানা গেছে, সেই তালিকায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন ও সারা আলি খানের নাম রয়েছে। তিনি বলেন, চিত্রনাট্যের সঙ্গে যে মানানসই হবে তাকেই নেওয়া হবে। বর্তমানে প্রি-প্রোডাকশনে রয়েছেন ছবিটি। এখনো চূড়ান্ত হয়নি পরিচালক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১