বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২০

ভোলায় করোনা সচেতনতায় রেড ক্রিসেন্টের মাইকিং ও লিফলেট বিতরণ


ভোলায় করোনা সচেতনতায় রেড ক্রিসেন্ট সোসাইটি মাইকিং ও লিফলেট বিতরণ করেছে।

আজ শনিবার (২৮ মার্চ) সকালে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে ও হাট বাজারে সচেতনতামূলক মাইকিং করে। এসময় তারা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে।

“করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হোন, আতঙ্কিত হবে না, করোনা প্রতিরোধে নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন”- এই স্লোগান নিয়ে তারা মাইকিং করেন। এসময় মাইকিং এর মাধ্যমে সবাইকে করোনা মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। পরিষ্কার পরিচ্ছন্নতাসহ খাওয়ার আগে হাত ধোয়াসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, ইউনিট অফিসার তরিকুল ইসলামসহ ইউনিটের স্বেচ্ছাসেবকগণ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১