বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২০

করোনা: আমতলীতে একশটি স্পটে পানির কল স্থাপন


করোনা ভাইরাস মোকাবেলায় বরগুনা জেলা পরিষদের উদ্যোগে আমতলী উপজেলার একশটি স্পটে জনসাধারনের হাত ধোয়ার জন্য পানির কল স্থাপন করা হয়েছে।

বরগুনা জেলা পরিষদ সূত্রে জানাগেছে, দেশব্যাপী মরনঘাতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারনে জনগনকে সচেতন করার জন্য বরগুনা জেলা পরিষদের উদ্যোগে আমতলী উপজেলার বিভিন্ন হাট বাজার ও জনবহুল এলাকায় এ হাত ধোয়ার পানির কলগুলো স্থাপন করা হয়েছে।

জেলা পরিষদ সদস্য আবুল বাশার নয়ন মৃধা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ও জনগনকে হাত ধুতে সচেতন করতে বরগুনা জেলা পরিষদের অর্থায়নে মানুষের হাত ধোয়ার সুবিধার্থে এ উপজেলায় গুরুত্বপূর্ন ১০০ স্পটে পানির কলগুলো স্থাপন করা হয়েছে।

জেলা পরিষদের অপর সদস্য এ্যাড. মোঃ আরিফ উল হাসান বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাব যাতে এ এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য জেলা পরিষদ থেকে জনসাধারনের হাত ধোয়ার জন্য পানির কলগুলো স্থাপন করা হয়েছে।

এদিকে, গুনা জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ দেলোয়ার হোসেন মুঠোফোনে বলেন, সমগ্র বরগুনা জেলায় করোনা ভাইরাসের প্রার্দুভাব যাতে ছড়িয়ে পড়তে না পারে ও জনসাধারনকে সচেতন করতে জেলা পরিষদের উদ্যোগে বরগুনা সদরসহ প্রতিটি উপজেলায় হাত ধোয়ার জন্য পানির কল স্থাপন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১