বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২০

রাঙামাটিতে হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত ৭ জন


রাঙামাটিতে হোম কোয়ারেন্টিনে থাকা বিদেশফেতর ১৩০ জনের মধ্যে সাতজনকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে বলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাদের ছাড়পত্র দেয় স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি চীন, ইতালি ও ভাতরসহ কয়েকটি দেশ থেকে তিন শতাধিক মানুষ রাঙামাটিতে এসেছেন। তবে এর মধ্যে মাত্র ১৩০ জনের সন্ধান পেয়ে প্রশাসন তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেন।

গতকাল রাতে কোয়ারেন্টিনে ১৪ দিন পূর্ণ হওয়ায় সাতজনকে ছাড়পত্র দেওয়া হয়। বাকি ১২৩ জনের তদারকি করছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

এদিকে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের রাঙামাটি সেনা রিজিয়নের পক্ষ থেকে ফল, সাবান ও মাস্ক দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে সেনা রিজিয়নের জি টু আই মেজর মো. মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে শহরের কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির বাড়ি বাড়ি গিয়ে এগুলো পৌঁছে দেওয়া হচ্ছে।

রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসা প্রথম আলোকে বলেন, সাতজনের হোম কোয়ারেন্টিন শেষ।তাঁরা এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১