আপডেট : ২৮ March ২০২০
ইউসুফ আহমেদ খান ও ঝিলিক-এই প্রজন্মের শ্রোতাপ্রিয় দুই সংগীতশিল্পী। দুজনই চ্যানেল আই আয়োজিত রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ’র মাধ্যমে সংগীতাঙ্গনে তাদের যাত্রা শুরু করেন। সময়ের বিবর্তনে তারা দুজনই আজ দুজনের গায়কী দিয়ে শ্রোতা-দর্শকের কাছে হয়ে উঠেছেন পছন্দের কণ্ঠশিল্পী। তবে দুজন এবারই প্রথম একসঙ্গে কোনো মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। এর আগে তারা দুজন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন শোতে অন্য শিল্পীদের গান পরিবেশন করেছেন। ‘আমার মনে’ শিরোনামের গানে তারা দুজন কণ্ঠ দিয়েছেন। এরই মধ্যে রাজধানীর বনানী ডিওএইচএসে প্রযোজক ও সমাজসেবী মুক্তা দেবের বাসায় গানটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। গানটি লিখেছেন ও সুর-সংগীত করেছেন, মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন। এরই মধ্যে গানটির সব ধরনের কাজ শেষে গানটি ইউসুফের নিজস্ব চ্যানেলে ‘ওয়াই বিটস’-এ প্রকাশিত হয়েছে। এর আগে ইউসুফেরই গাওয়া ‘অলস সময়’ গানটি এই চ্যানেলে প্রকাশের মধ্য দিয়ে চ্যানেলটির যাত্রা শুরু হয়েছিল বছরের শুরুতে। গানটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ, সুর-সংগীত করেছেন ইউসুফ আহমেদ খান। ‘অলস সময়’ গানটির জন্য ইউসুফ বেশ সাড়া পাচ্ছেন। তবে ইউসুফ আশাবাদী ‘আমার মনে’ গানটির জন্য তিনি আরো বেশি সাড়া পাবেন। মাত্র তো কিছুদিন হলো গানটি প্রকাশিত হয়েছে। এরই মধ্যে দেশে করোনা ভাইরাসের প্রভাবে মানুষের মনে আতঙ্ক বিরাজও করছে। কখন কী হয় তা বলা যাচ্ছে না। তার পরও মানুষ অবসরে ইউসুফ ও ঝিলিকের ‘আমার মনে গানটি উপভোগ করছেন, এটাই তাদের কাছে অনেক বড় পাওয়া। ইউসুফ আহমেদ খান বলেন, ‘দেশের মানুষই শুধু নয় সারা বিশ্বের মানুষ এখন করোনা ভাইরাসের কারণে ভীত। সবাই যার যার মতো করে ঘরে বসেই সময় পার করছেন। সবাই স্রষ্টাকে স্মরণ করছেন। অনেকেই সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। বিশ্ব আজ থমকে গেছে। কবে এই থমকে যাওয়া পরিবেশ থেকে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব তা একমাত্র আল্লাহই জানেন। তার পরও কিছু কিছু কাজ থেমে থাকে না। জীবনের প্রয়োজনে করেই যেতে হয়। আমার এবং ঝিলিকের গান এর পরও শ্রোতা দর্শকেরা শুনছেন, উপভোগ করছেন। তাদের ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করছেন, এটাই অনেক বড় প্রাপ্তি। ধন্যবাদ মুক্তা দেব দিদিকে গানটির মিউজিক ভিডিও নির্মাণে সহযোগিতা করার জন্য। খুউব অল্প সময়ে তিনি আমাদেরকে যে আন্তরিকতা দেখিয়েছেন তাতে তার কাছে ঋণী হয়ে গেলাম।’ ঝিলিক বলেন, ‘দেশের মধ্যে থমথমে পরিবেশ বিরাজ করছে। সবাই আসলে আতঙ্কের মধ্যেই দিন পার করছেন। আল্লাহর কাছে অসীম কৃপা প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে বর্তমান অবস্থা থেকে উদ্ধার করেন। তিনিই রহমানুর রাহিম। তিনি ছাড়া আর কোনো উপায় নেই। আমরা যার যার অবস্থানে থেকে করোনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছি। ইউসুফ ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম মৌলকি কোনো গান। গানটি খুব ভালো হয়েছে। শ্রোতা-দর্শকের গানটি ভালো লাগছে, ভালো লাগবে। ’ ‘আমার মনে’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পার্বত রায়হান। উল্লেখ্য, ২০০৮ সালে ‘সেরাকণ্ঠ’ চ্যাম্পিয়ন ছিলেন ঝিলিক। একই বছরে পঞ্চম স্থান অধিকার করেছিলেন ইউসুফ আহমেদ খান। দ্বিতীয় হয়েছিলেন ইমরান ও রোমেল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১