বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২০

করোনা ভাইরাস

পাটগ্রামে টহল জোরদার প্রশাসন ও সেনাবাহিনীর


করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে প্রতিদিন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক উপজেলার বিভিন্ন হাটবাজার এবং এলাকায় টহল জোরদার করেছে।

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা সৃষ্টিতে সার্বক্ষণিক মনিটরিং করছে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা মোতাবেক ওষুধ, কাঁচামাল, মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। লোক সমাগম কমে গেছে। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আসছে না মানুষ।

বেশিরভাগ খোলা রাখা দোকান সমূহের সামনে হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। পাটগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জীবাণুনাশক পানি দিয়ে পরিস্কার-পরিছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু সাইদ নেওয়াজ নিশাত তাঁর ইউনিয়নে প্রতিদিন সকালে বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্ট থেকে মহাসড়কসহ বিভিন্ন স্থানে পানি ছিটানো গাড়ির মাধ্যমে ব্লিচিং পাউডার মিশিয়ে স্প্রে করছেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান বলেন, ‘করোনা ভাইরাসের বিস্তার রোধে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি দিয়ে উপজেলার প্রধান সড়ক জীবাণুনাশক মিশিয়ে পানি ছিটানো হচ্ছে। শহর ও গ্রামে মানুষদের সামাজিক দূরত্ব বজায় রাখতে, অযথা ঘোরাফেরা রুখতে সেনাবাহিনী ও পুলিশসহ টহল জোরদার করা হয়েছে। সকলকে বুঝিয়ে নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১