বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২০

বাড়ল প্রি-পেইড গ্যাস মিটারের ইমার্জেন্সি ব্যালান্স


করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার-ঘোষিত ছুটির দিনগুলোতে গ্যাসের প্রি-পেইড মিটারের ইমার্জেন্সি ব্যালান্স ২০০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে।  এ সময়ে কোনো গ্রাহক যদি মিটার রিচার্জ করতে না পারেন, তারা ২ হাজার টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্স ব্যবহার করতে পারবেন।

তিতাস গ্যাসের প্রি-পেইড মিটার গ্রাহকরা বিদ্যমান ব্যালান্স শেষ হয়ে গেলেও ইমার্জেন্সি ব্যালান্স হিসেবে ২০০ টাকার গ্যাস নিতে পারেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন জানান, স্বাভাবিকভাবে একজন গ্রাহক এক মাসে সর্বোচ্চ ৫০০ টাকার গ্যাস ব্যবহার করেন। অর্থাৎ ২ হাজার টাকার গ্যাস পুরো চার মাসের সমান।

তিনি বলেন, ইমার্জেন্সি ব্যালান্সের পরিমাণ বাড়ানোর ফলে এখন চলমান ছুটির সময় গ্রাহকদের প্রি-পেইড কার্ড রিচার্জ করতে হবে না। তারা ইমার্জেন্সি ব্যালান্স দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন।

তিতাস গ্যাসের প্রধান নির্বাহী আরও জানান, এ পদক্ষেপ নেওয়ার পরও কার্ড রিচার্জকারী ও নির্ধারিত ব্যাংক ইউসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা গ্যাস ব্যালান্স রিচার্জ করতে চাওয়া গ্রাহকদের সহযোগিতা করেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিডেটের অফিসিয়াল ওয়েবসাইটে (ঃরঃধংমধং.ড়ৎম.নফ) রিচার্জকারী ভেন্ডর ও ব্যাংকের নামের তালিকা পাওয়া যাবে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার-ঘোষিত ছুটির দিনগুলোতে গ্যাসের বিল পরিশোধ শিথিলে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, তার আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিতাস গ্যাসের কর্মকর্তারা জানিয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান পরিস্থিতির কারণে বাসাবাড়ির গ্রাহকরা চলতি বছরের জুন পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই দেরিতে গ্যাস বিল দিতে পারবেন।

এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আবাসিক গ্যাস বিল নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধের জন্য বিপুলসংখ্যক গ্রাহককে বিভিন্ন ব্যাংকে প্রায় একই সময়ে উপস্থিত হতে হয়। এমন উপস্থিতি করোনা ভাইরাস সংক্রমণকে ত্বরান্বিত করে।

এ জন্য সরকার আবাসিক খাতের গ্যাস বিল পরিশোধ করার ক্ষেত্রে গ্যাস বিপণন নিয়মাবলি (গৃহস্থালি)-২০১৪ নির্ধারিত সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আবাসিক গ্রাহকরা কোনো প্রকার সারচার্জ বা বিলম্ব মাশুল ছাড়া ফেব্রুয়ারি থেকে মে মাসের গ্যাস বিল জুন মাসের সুবিধাজনক সময়ে পরিশোধ করতে পারবেন।

এদিকে, বিদ্যুৎ বিভাগ একই প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) ফেব্রুয়ারি থেকে এপ্রিলের বিল পরিশোধের সময়সীমা শিথিলে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। এর ফলে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলো বিল পরিশোধের সময় শিথিল করতে বিইআরসির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১