আপডেট : ২৩ March ২০২০
টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান ও হ্যান্ডগ্লাভস বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। আজ সোমবার ঢাকা-সখীপুর সড়কের বড়চওনা বাজার থেকে নলুয়া বাজার পর্যন্ত তারা এসব পণ্য সামগ্রী বিতরণ করে। মাস্ক, সাবান ও হ্যান্ডগ্লাভস বিতরণ করার পাশাপাশি তারা করোনাভাইরাস সম্পর্কেও সচেতনতামূলক প্রচারণা চালায়। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, ছাত্রলীগ নেতা মামুন, ফারুক খান, মেহেদী শিকদার, আশিকুর রহমান, স্বাধীন, নাসির, মাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল জানান, মানুষকে সচেতন করার পাশাপাশি প্রাথমিকভাবে আমরা এক হাজার মাস্ক, ৫০০ সাবান ও ২০০ হ্যান্ড গ্লাভস্ বিতরণ করেছি। পরবর্তীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১