বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২০

২৬শে মার্চের সব কর্মসূচী বাতিল ঘোষণা আ. লীগের


করোনা ভাইরাসের কারণে সৃষ্ট ভয়াবহ এই পরিস্থিতিতে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সব কর্মসূচি ও অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি করোনা ভাইরাস মোকাবিলাকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে এ যুদ্ধে জয়ী হতে যার যার মতো নিজেকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। সেই সঙ্গে সরকারের প্রতি আস্থা রেখে বিরোধী দলকে এই পরিস্থিতি নিয়ে রাজনীতি না করে এগিয়ে আসতে বলেন তিনি।

তিনি বলেন, করোনার প্রকোপ কমাতে প্রয়োজন হলে বাস চলাচল বন্ধ করা হবে। বাস্তবতাকে অস্বীকার বা এড়িয়ে কিছু করা হবে না। যখন যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে বিষয়ে শেখ হাসিনা সরকার প্রস্তুত আছে।

সেতু মন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় কোনো ধরনের সরঞ্জাম নেই এটা বলা যাবে না। তবে ঘাটতি আছে। সরঞ্জাম সংগ্রহ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১