আপডেট : ২৩ March ২০২০
আচ্ছা, বাজারও কি বন্ধ হয়ে যাবে? সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এমন প্রশ্ন দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহর বাজারের চা দোকানী মহসিনের। চারিদিকে করোনা আতঙ্ক, একে পর এক অফিস আদালত বন্ধের খবর হচ্ছে। গত কয়েক দিনে বাজারে ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়া-এমন নানা কারণে মহসিনের মতো এ প্রশ্ন এখানকার আরও অনেকের। শহরের হোটেলগুলো বন্ধ হওয়ার অপেক্ষায়। অতিথিশূন্য হতে চলেছে শহরের আবাসিক হোটেলগুলোতে। ভিড় শুধু ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানে। এখন পর্যন্ত ফুলবাড়ীতে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়নি। তবে বিদেশ ফেরত ১৪ জনকে হোম কায়ারেন্টিনে নেওয়া হয়েছে। শহরের ব্যস্ততম এলাকা ফুলবাড়ী বাজার। রিকশা-ভ্যানের ভিড়ে এ এলাকায় চলাফেরা করা কষ্টের। গতকাল সোমবার ওই এলাকা ছিল প্রায় ফাঁকা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১