আপডেট : ২৩ March ২০২০
করোনাভাইরাস প্রতিরোধে এবার এগিয়ে এলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক তারকা খেলোওয়ার শহীদ আফ্রিদি। নিজের 'শহীদ আফ্রিদি ফাউন্ডেশন' এর মাধ্যমে সাধারণ মানুষদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছেন তিনি। করোনাভাইরাসের আক্রমনে গোটা বিশ্ব যখন স্থবির। প্রতিদিন গাণিতিকভাবে বাড়ছে ভাইরাসে আক্রান্তের সংখ্যা।এসবের পরও, অধিকাংশ মানুষের মধ্যে এ নিয়ে সচেতনতা সামান্যই। অন্যান্য দেশের তুলনায় উপমহাদেশের মানুষই যেন বেশি অসচেতন। তবে এই সমীকরণের বিপরীতে হাটলেন শহীদ আফ্রিদি। তার দেশের সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাস বিষয়ে সতর্কতা ও প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের জন্য এবার এগিয়ে এসেছেন সাবেক এ পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। নিজের দাতব্য প্রতিষ্ঠান 'শহীদ আফ্রিদি ফাউন্ডেশন' এর মাধ্যমে কাজটি করছেন তিনি। ব্যাপারটা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে অনুসারীদের জানিয়েছেন আফ্রিদি। একটা ছবিও পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, মুখে মাস্ক পরে সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছেন তিনি, জনমনে বাড়াচ্ছেন সচেতনতা। প্রাণঘাতী এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি। এ ব্যাপারে আফ্রিদি বলেন ‘এই সংকটময় মুহূর্তে আমাদের সকলের দায়িত্ব একে অপরকে সহায়তা করা, সচেতনতা সৃষ্টি করা। সতর্কতামূলক তথ্য সকলকে দেওয়ার মাধ্যমে কোভিড-১৯ এর বিপক্ষে আমি আমার দায়িত্ব পালন করছি।’ ‘আমার শহীদ আফ্রিদি ফাউন্ডেশন স্বাস্থ্য বিষয়ক অভিযানে মন দিয়েছে।' বললেন এক সময়ের বিশ্বের সেরা এই অলরাউন্ডার। আর শুধু শহীদ আফ্রিদিই নন, অন্যান্য খেলার বিভিন্ন তারকাও এগিয়ে আসছেন করোনা আক্রান্তদের সাহায্যার্থে। বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেবান্ডফস্কি যেমন, এক লাখ ইউরো দান করার ঘোষণা দিয়েছেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১