বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২০

করোনা: নিউইয়র্কে দ্রুত সেনাবাহিনী মোতায়েনের আহ্বান

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের একটি পার্ক বন্ধ করে দেওয়ার এমন জণশুণ্য দেখাচ্ছে। সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাস পিরস্থিতি সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে। আক্রান্তের সংখ্যা স্থানীয় সময় ২২ মার্চ রোববার সকালেই ১৫ হাজার ছড়িয়ে গেছে।

মৃতের সংখ্যা ১১৪ জন। আর এই সংখ্যা খুব দ্রুত বাড়ছে। প্রতি ঘণ্টায় একজনের মৃত্যু ঘটছে। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও।

প্রথমবারের মতো সরকারের তৎপরতা ওপর ক্ষোভ প্রকাশ করেছে নগরীর মেয়র ও রাজ্য গভর্নর রন্ড্রু কুমো সরাসরি ফেডারেল।

রাজ্য গভর্নর দ্রুত সেনাবাহিনী মোতায়েনের জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত ব্যবস্থা না নিলে নিউইয়র্কে বহু মানুষের প্রাণহানি ঘটবে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে এসব জীবন রক্ষা করা সম্ভব হতো।

গভর্নর কুমো বলেন, নিউইয়র্কে ৫৩ হাজার হাসপাতাল বেড আছে। দ্রুতই ১ লাখ ১০ হাজার বেডের প্রয়োজন হবে।

নগরীর হোটেল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ খালি থাকা যেকোনো স্থাপনায় দ্রুত হাসপাতাল নির্মাণের জন্য সেনাবাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন তিনি। গভর্নর বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে একা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, রাজ্য সরকার কেবল ২৫ শতাংশ কাজ করতে পারবে। বাকি ৭৫ শতাংশ কাজের জন্য ফেডারেল সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন।


নগরীর মেয়র ডি ব্লাজিও রোববার সকালে বলেন, ‘আমি বুঝতে পারছি না, প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কেন সেনা মোতায়েন করে যুদ্ধকালীন কাজের নির্দেশ দিচ্ছেন না।’

এই প্রথমবারের মতো করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে ফেডারেল উদ্যোগ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন নগরীর মেয়র।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১