বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০২০

কাল থেকে ভিডিও কনফারেন্সে ব্রিফিং করবে আইইডিসিআর


করোনা ভাইরাস নিয়ে আজ রোববার (২২ মার্চ) প্রেস ব্রিফিং করবে না স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ নিয়মিত প্রেস ব্রিফিং হবে না। সাংবাদিকদের সরাসরি উপস্থিতিতে ব্রিফিং না করে বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিফিংয়ের জন্য কাজ চলার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের যুক্ত করে আগামীকাল থেকে নিয়মিত ব্রিফিং করা হবে।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সাংবাদিকদের উপস্থিত রেখে আইইডিসিআরের নিয়মিত সংবাদ সম্মেলন নিয়ে সমালোচনা হয়। এর মধ্যেই ব্রিফিং ভিডিও কনফারেন্সে করার সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১