আপডেট : ২১ March ২০২০
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করায় ব্যবসায়ীদের কাছ থেকে ৭৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আাদালত। শনিবার (২১ মার্চ) দুপুরে এসব জরিমানা আদায় করে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পৃথক দুটি টিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নের্তৃত্বে একটি টীম উপজেলার গোপলার বাজার, দেবপাড়া বাজার, পানি উমদা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করার জন্য ব্যবসায়ীদের ১৬ হাজর টাকা জরিমানা করা হয়। সেই সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট যাতে তৈরি না করা হয় সেজন্য কঠোরভাবে নির্দেশনাও দেন তিনি। অপর এক অভিযানে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন মূল্য বৃদ্ধির অপরাধে ব্যবসায়ীদের নগদ ৬০ হাজার টাকা জরিমানা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১