আপডেট : ২১ March ২০২০
ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন দেশ থেকে আসা ব্যক্তিরা সঠিকভাবে মানছেন না হোম কোয়ারান্টাইন। এমন অভিযোগ পাওয়া গেছে উপজেলার কাঁচেরকোল ও হাকিমপুর ইউনিয়নে। করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতায় ইতালিসহ বিদেশ ফেরত প্রবাসী বাংলাদেশীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা থাকলেও তারা তা মানছেন না। জানা গেছে, গত কয়েকদিনে ইতালিসহ কাঁচেরকোল গ্রামে এসেছেন ৪ জন প্রবাসী। জাঙ্গালীয়া গ্রামে ১ জন ও মির্জাপুর গ্রামে ১ জন এবং হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দা গোবিন্দপুর গ্রামে ১ জন। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তারা তা না মেনে প্রফুল্ল ঘোরাঘুরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন বলছে, বিদেশ ফেরত প্রবাসীরা বাড়িতে এলেই আমরা তৎপর রয়েছি। তাদেরকে কেউ বাড়ির বাইরে দেখলে আমাদের কাছে অভিযোগ দেওয়ারও নির্দেশনা দেয়া আছে। তবে, এদিকে সিঙ্গাপুর থেকে মির্জাপুর গ্রামে ১ প্রবাসী এসেছেন মাত্র ৩ দিন আগে। তিনি এসেই হোম কোয়ারেন্টাইনের নিয়মনীতি না মেনেই বাইরে ঘুরে বেড়াচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তবে বিদেশ ফেরত তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কাঁচেরকোলে ইউনিয়নের দায়িত্বে থাকা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য সহকারী গুলশান আরা পারভীন। তিনি জানান, দেশে ফিরেই যাতে কেউ প্রকাশ্যে ঘুরে না বেড়ান সেজন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। ইউনিয়নে বিদেশ ওই ৬ ব্যক্তির ওপর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে, ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে শৈলকুপা উপজেলাতে বাজার ঘাটে অতিরিক্ত লোক সমাগম না করা ও চায়ের দোকানে টেলিভিশন ও ক্যারামবোর্ডে বন্ধের জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে মাইকিং করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১