বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২০

করোনা সঙ্কটে লকডাউন মিরপুরের একটি ভবন


রাজধানীর মিরপুরের একটি ভবন লকডাউন করে রেখেছে পুলিশ। ওই ভবনের আশপাশে চলাচলও সীমিত করা হয়েছে বলে জানানো হয়।

শনিবার (২১ মার্চ) বিকেল পৌন ৪টায় পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই ভবনে একজন করোনাভাইরাস পজিটিভ ব্যক্তি ছিলেন। এমন তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর। সতর্কতার জন্য আক্রান্ত ওই রোগীর সঙ্গে সম্ভাব্য চলাফেরা ও মেলামেশা করা ভবনের অন্যদের হোম কোয়ারান্টাইনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিসি মোস্তাক আহমেদ আরও বলেন, ওই ভবন থেকে কেউ বের হচ্ছেন না। কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কাউকে দিয়ে আনিয়ে নিচ্ছেন। তারা নিজেরাই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাদারীপুরের শিবচর লকডাউন করে দেয়া হয়েছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১