আপডেট : ২০ March ২০২০
আজ শুক্রবার, ২০ মার্চ। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালের ৩১তম জন্মদিন। আর এই জন্মদিনে তামিমকে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফিসিলয়াল পেইজে তামিমকে নিয়ে গত বিশ্বকাপে তৈরি একটি ভিডিও আপলোড করেছে আইসিসি। তামিমের ব্যাটিং তুলে ধরা হয়েছে ২ মিনিট ৪৭ সেকেন্ডের এই ভিডিওতে। ভিডিওর সাথে সেখানে তামিমকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, কোচ স্টিভ রোডস ও বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এই তিন সাবেক তামিমের ব্যাটিংয়ের প্রশংসা করেন। দেশের হয়ে গত বছরের জুনে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিতে ২৯.৩৭ ব্যাটিং গড়ে ২৩৫ রান করেন তামিম। সম্প্রতি দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়ান বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি। তার পরিবর্তে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হয়েছেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দুই ম্যাচে অংশ নিয়ে দুটি দুর্দান্ত সেঞ্চুরি করেন তামিম। ১৫৮ ও অপরাজিত ১২৮। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন তামিম ইকবাল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১