আপডেট : ২০ March ২০২০
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত মোটরসাইকেল আরোহী কায়েস আহমেদ(২৬)গাজীপুর সিটি করপোরেশনের লোহাকৈর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ ও স্থানীয়ার জানান, উত্তরবঙ্গগামী সঠিবাড়ী এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী পিছন দিক থেকে চন্দ্রা ত্রিমোড়গামী মোটরসাইকেলকে চাপা দিলে এক আরোহী মহাসড়কে ছিটকে পড়ে । এসময় ওই বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে গেলে ঘটনা স্থলেই কায়েস আহম্মেদ নামে মোটরসাইকেল আরোহী মারা যায় । পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১