আপডেট : ১৯ March ২০২০
প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়ায় ৬লাখ বাংলাদেশি কার্যত গৃহবন্দি হয়ে আছেন। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আক্রান্ত না হলেও তারা চরম আতঙ্কে রয়েছেন। এদিকে গত মঙ্গলবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৯০জন। কোভিড-১৯ প্রতিরোধে ১৮-৩১মার্চ পর্যন্ত দেশব্যাপী লকডাউন ঘোষণা করায় মালয়েশিয়ার পথঘাট এখন জনশূন্য। এতে করে দেশটিতে প্রায় ৬ লাখ বাংলাদেশি অনিশ্চিয়তায় দিন কাটাচ্ছেন। প্রবাসীরা জানান, সরকারের কঠোর রাজনীতির কারণে আমরা ঘর থেকে বের হতে পারছিনা, গ্রেপ্তার আতঙ্কের মধ্যে আছি। সেই সঙ্গে প্রবাসীরা এখন কর্মহীন। করোনা প্রতিরোধে মালয়েশিয়া সরকার নতুন নতুন আদেশ জারি করে বন্ধ করে দিচ্ছে একের পর এক প্রতিষ্ঠান। হাসপাতাল, ফার্মেসি ও সুপারশপ ছাড়া সবকিছুই সাময়িক বন্ধ রাখা হয়েছে। সর্বসাধারণের চলাফেরা নিয়ন্ত্রণে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। জরিমানা করা হচ্ছে বিনা কারণে ঘর থেকে বের হলেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১