আপডেট : ১৯ March ২০২০
ইতালিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তও হয়েছেন রেকর্ড চার হাজার ২০৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৯৭৮ জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ হাজার। এদিকে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৪৭, স্পেনে ১০৫, ফ্রান্সে ৮৯, যুক্তরাষ্ট্রে ৪২ এবং যুক্তরাজ্য ৩৩ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানি ও স্পেনে একদিনেই প্রায় তিন হাজার মানুষ আক্রান্ত হয়েছে। নিজেদের মধ্যে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। করোনা পরীক্ষার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত করা হচ্ছে দুটি বিশাল ভাসমান হাসপাতাল। মৃতের সংখ্যা বাড়তে থাকায় শুক্রবার থেকে সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ পর্যন্ত ১৭৩টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার। আক্রান্ত দুই লাখ ১৯ হাজারের মতো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১