বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০২০

ভ্রাম্যমাণ আদালত

কোয়ারেন্টাইনের নিদের্শনা না মানায় ৩ প্রবাসীকে জরিমানা


মৌলভীবাজারে কোয়ারেন্টাইনের নিদের্শনা না মানায় ৩ প্রবাসী কে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন ও বেগম মরিয়ম জাহান মৌলভীবাজার শহরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রবাস থেকে সম্প্রতি দেশে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয় এই প্রবাসীদেরকে । এ নির্দেশনা না মেনে জন সমাগমে আসার কারনে এ জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন জানান, মৌলভীবাজার প্রবাসী অধ্যুষিত এলাকা থাকায় করোনাভাইরাসের ঝুঁকি একটু বেশি। মূলত সচেতনতা বাড়ানোর জন্যই জরিমানা করা হয়েছে। তাদের সামাজিক মর্যাদার কথা চিন্তা করে পরিচয় গোপন রাখা হয়েছে। তবে পরবর্তীতে কেউ নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য যে, মৌলভীবাজারে এখন পর্যন্ত ১৫১ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১