বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০২০

যুক্তরাষ্ট্রে  করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০৮ জনে


করোনা ভা্য়েইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাড়িয়েছে। আর ভার্জিনিয়ায় একজন আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে ছড়ালো প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস। মঙ্গলবার প্রথম কভিড-১৯ এ আক্রান্ত রোগীর কথা ঘোষণা করে ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিস বলেন, ‘আমরা জানতাম এটি আসছে।’ 

চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ করোনাভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ছয় হাজার ৩৬২ জন আক্রান্ত ও ১০৮ জনের মৃত্যু হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে। দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ৫৫ জনের মৃত্যু হয়েছে, এর পাশাপাশি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ১৬ জন ও ক্যালিফোর্নিয়ায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

সিএনএন জানায়, মঙ্গলবার ইলিনয় অঙ্গরাজ্য করোনাভাইরাস প্রাদুর্ভাবে প্রথম মৃত্যুর কথা ঘোষণা করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্য এ ভাইরাসজনিত মৃত্যুর মিছিলে যোগ দিল।

ভাইরাস আতঙ্কে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অর্থনীতিকে উজ্জীবিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন এক ট্রিলিয়ন ডলার মঞ্জুর করার জন্য কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন একান্তে রিপাবলিকান সিনেটরদের এ বিষয়ে সতর্ক করেছেন বলে জানা গেছে। 

কংগ্রেস পদক্ষেপ নিতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ২০ শতাংশে পৌঁছে যেতে পারে, দলীয় সিনেটরদের তিনি এমনটি বলেছেন বলে কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে, জানিয়েছে বিবিসি।

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ জনে দাঁড়িয়েছে এবং মৃতের সংখ্যা আট হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১