বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০২০

ভোটারদের মন জয়ে ব্যস্ত চট্টগ্রামের মেয়র প্রার্থীরা


 

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের সময় কাছাকাছি আসছে প্রচার-প্রচারণাও ততো জমে উঠেছে । নির্বাচিত হলে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত এবং পরিচ্ছন্ন নগরী গড়ার আশা করেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

অন্যদিকে ভোটারদের আকৃষ্ট করতে ডিজিটাল প্রচারণার উদ্দেশ্যে ওয়েবসাইট উদ্বোধন করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয় করতে সাধ্যের মধ্যে সব কিছু দিয়ে চেষ্টা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে নগরীর নন্দনকানন এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এরপর ষোলশহর, চকবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি। নির্বাচিত হলে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মাদক, সন্ত্রাস, ও পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও বিশ্বমানের নগরী গড়ে তুলব।

অন্যদিকে নগরীর জামালখান এলাকায় নির্বাচনী প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় করোনা সংক্রমণ রোধে ডিজিটাল প্রচারণা চালাতে নতুন ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়। করোনা ভাইরাসের কারণে জনসমাগমের চেয়ে ডিজিটাল প্রচারণায় মানুষকে উদ্বুদ্ধ করতেই এ ওয়েবসাইট বলে জানান ডা. শাহাদাত হোসেন।

বিএনপি মেয়র প্রার্থী আরও বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রচারণা শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের মানুষের কাছে চলে যাবে। আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছে যেতে চাই।

চট্টগ্রাম সিটি নির্বাচনে সাত জন মেয়র প্রার্থী, ১৬১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ৫৬ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী ভোটের লড়াইয়ে নির্বাচন করবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১