আপডেট : ১৭ March ২০২০
দিনাজপুরের ফুলবাড়ী থানার মাদক বিরোধী অভিযানে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ৭৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ মিনহাজুল ইসলাম (২৩) নামের যুবককে আটক করা হয়েছে। আটক মিনহাজুল হাকিমপুর উপজেলার বলদা ইউনিয়নের বড়চড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় থানার ওসি ফখরুল ইসলামের নেতৃত্বে এএসআই হাসিবুল পৌরশহরের কাঁটাবাড়ী নাজমা প্যাথলজির সামনে থেকে সন্দেহভাজন হওয়ায় মিনহাজুল ইসলামকে তল্লাশী চালিয়ে তার কাঁধে থাকা ব্যাগে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার এএসআই হাসিবুল পৌরশহরের কাঁটাবাড়ী নাজমা প্যাথলজির সামনে থেকে ৭৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ মিনহাজুল ইসলামকে আটক করে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১