আপডেট : ১৭ March ২০২০
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও পাঁচ মাস অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত দেশটিতে ভাইরাসটি স্থিতিশীল থাকবে বলেও জানান তিনি। প্রাণঘাতি এই ভাইরাসে দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা। মোট আক্রান্তের সংখ্যা চার হাজার একশ ছাড়িয়েছে। মারা গেছেন অন্তত ৭৪জন। আক্রান্তের দিক দিয়ে ওয়াশিংটন স্টেটকে ছাড়িয়ে গেছে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্ক। একদিন পরেই ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। করোনা আতঙ্ক এখন বাংলাদেশিসহ সব কমিউনিটির ঘরে ঘরে। কার্যত অচল হয়ে পড়েছে পুরো দেশ। এ অবস্থায় ১০ জনের বেশি এক সঙ্গে না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে হোয়াইট হাইজ থেকে। আতঙ্কে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, মেরিল্যান্ডে সব কিছু বন্ধ করে দেয়া হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১