বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২০

কুমিল্লায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ পালিত


কুমিল্লায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ পালিত হয়েছে। ভোরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসরে সুচনা করা হয়।

কুমিল্লা নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা,কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের,জেলা প্রশাসক আবুল ফজল মীর,পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এছাড়াও সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা,কর্মচারী,বিভিন্ন সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে দিবস উপলক্ষে গার্ড অব অর্ণার প্রদান করা হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। দিবসটি উপলক্ষে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১