আপডেট : ১৬ March ২০২০
চলমান করোনাভাইরাস প্রতিরোধে সরকারের কোনো নজর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিলে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের পূর্বে এ কথা বলেন তিনি। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের পদক্ষেপ ‘অপ্রতুল’। তারা শুধু ‘লিপ-সার্ভিস’ দিচ্ছে। মুখের বাগাড়ম্বরই তাদের সম্ভব। সরকারের করোনা প্রতিরোধের দিকে কোনো নজর নেই। তিনি আরও বলেন, মজার বিষয় হচ্ছে, তাদের দীর্ঘ দিনের যে প্রচেষ্টা অর্থাৎ বিরোধী মতকে দমন করা এবং বিরোধী কণ্ঠকে দমন করা দেশের এই পরিস্থিতিতেও তারা এর মধ্যেই নিয়োজিত আছে। রিজভী বলেন, আজকে বিরোধীদের মধ্যে সবচেয়ে উচ্চকণ্ঠে যিনি থাকবেন (খালেদা জিয়া) তাকে বন্দি করে রাখা হয়েছে। আমরা আজকে শুনেছি যে, তার বাম দাঁতের ব্যাথা ডান দিকে চলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, তিনি কোনো স্বাস্থ্যসেবা নিচ্ছেন না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি ইনসুলেন্স নিচ্ছেন, সবকিছু নিচ্ছেন। বিএনপি নেতা রিজভী বলেন, ব্যাপকভাবে মানুষকে সচেতন করার জন্য বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে শুরু থেকেই করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করার এ কাজটি শুরু করেছে। আজকে আমরা আমাদের এই সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এই প্রচারপত্র বিলি করবো। কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের নিগ্রহের বিষয়ে রিজভী বলেন, আপনারা আপনাদের স্বার্থে আঘাত লাগলে রাতেরবেলা একটি নিরীহ নিরস্ত্র সাংবাদিককে তুলে এনে নির্যাতন করে জেলে পুরে দেবেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১