আপডেট : ১৬ March ২০২০
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার এবং এ হত্যা মামলার চার্জশিট যাতে দ্রুত দেওয়া যায় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কোনো মামলায় যাতে কেউ বিনা অপরাধে হয়রানির শিকার না হন সে বিষয়টিও বিশেষভাবে নজর রাখা হবে। গতকাল রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একটি প্রতিনিধিদল দেখা করে সাগর-রুনি হত্যার দ্রুত বিচার ও প্রকৃত আসামিদের গ্রেপ্তার করার দাবিতে স্মারকলিপি দিতে এলে এসব কথা বলেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী সংগঠনের পক্ষ থেকে স্বরাষ্ট্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ফকিরকে উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করে বলেন, সাগর-রুনির হত্যার তদন্তের বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট র্যাবের সঙ্গে কথা বলা হবে। তিনি বলেন, বিষয়টি অনেক দিন হয়ে যাওয়ায় এ বিষয়ে সঠিক, নির্ভুল ও সবার কাছে বিশ্বাসযোগ্যভাবে বিষয়টি তদন্তের মাধ্যমে বিচার সম্পন্ন করা হবে। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা ও কুড়িগ্রামে জেলা প্রশাসকের সাংবাদিক নির্যাতন ও হয়রানির বিষয়টির অবতারণা করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কোনো মামলায় যাতে কোনো সাংবাদিক বিনা অপরাধে হয়রানি-নির্যাতনের শিকার না হন সে বিষয়টি বিশেষভাবে নজর রাখা হবে। এ ব্যাপারে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নিখোঁজ সাংবাদিক কাজলকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১