আপডেট : ১৫ March ২০২০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলসুরা এলাকায় তারা মিয়ার বাডীতে নকল টাইম বোমা রেখে ১০ লাখ টাকার চাঁদা দাবীর অভিযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আটক ব্যক্তি হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কৃষ্ণপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে আরিফ (২১)। সে কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার সজিবের বাসার ভাড়াটিয়া। পুলিশ জানিয়েছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসরা এলাকার তারা মিয়ার বাড়িতে গত শনিবার একটি নকল টাইম বোমা রেখে ১০ লাখ টাকা মোবাইল ফোনে চাঁদা দাবি করেন আরিফ হোসেন। সেই নকল টাইম বোমা গেটে দেখে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে তারা মিয়ার ভাতিজা জাহাঙ্গীর আলম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ে করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে থানা পুলিশ আরিফ হোসেনকে বিশ্বাসপাড়া এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করে। পরে পুলিশ রোববার দুপুরে আসামিকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন। কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. মনিরুজ্জামান জানান, এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। নকল টাইম বোমা উদ্ধার করা হয়েছে ও আসামিকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১