আপডেট : ১৫ March ২০২০
আহ্বায়ক কমিটি গঠনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করল ইলেকট্রনিক মিডিয়া নিউজ এডিটরস ফোরাম (ইমনেফ)। ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বার্তা সম্পাদক, সহযোগী বার্তা সম্পাদক, সহকারী বার্তা সম্পাদক ও বার্তাকক্ষ সম্পাদকদের নিয়ে নতুন এ সংগঠন- দেশে এই প্রথম। নবগঠিত সংগঠনটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক আবদুর রউফ ও বাংলাভিশনের সিনিয়র নিউজরুম এডিটর নাসরীন গীতি। কমিটির অন্য সদস্যরা হলেন- আকতার হোসেন (আরটিভি), মীর মাসরুর জামান (চ্যানেল আই), মাহমুদ হাশিম (দেশ টিভি), এ কে এম সাখাওয়াত হোসেন (নাগরিক টিভি), মোহাম্মদ এহসানুল করিম চৌধুরী (যমুনা টিভি), মো. মেহেদী হাসান (জিটিভি), নাজিয়া আফরিন মনামী (সময়), সুদীপ কুমার ঘোষ (এটিএন নিউজ), মোহাম্মদ শহিদুল আলম ইমরান (মোহনা টিভি), মো. জীবন আহমেদ সরকার (এনটিভি), পলাশ আহসান (৭১ টিভি), বরকতউল্লাহ সুজন (এটিএন বাংলা), মুস্তাফিজ গনি (ইন্ডিপেন্ডেন্ট টিভি), সাহাদাৎ রানা (এটিএন নিউজ), খালিদ বিন আনিস (নিউজ নাও টোয়েন্টিফোর ডটকম), মুক্তাদির অনিক (ডিবিসি), মো. রফিকুল করিম (এনটিভি), সুমন মুস্তাফিজ (বাংলা টিভি), মনিরা আক্তার (এনটিভি), নাদিয়া আফরিন (মাছরাঙা টিভি), আফসানা নীলা (ইটিভি), বিশ্বজিৎ দত্ত (বৈশাখী টিভি), আবু ওবায়দা টিপু (এশিয়ান টিভি), নূর মোহাম্মদ (মাই টিভি), এম এ মান্নান মিয়া (সময় টিভি), মুজাহিদুল ইসলাম সাকিফ (মাছরাঙা টিভি), মোহাম্মদ ফোরকান উল আলম (চ্যানেল ২৪), মুস্তফা মনোয়ার সুজন (এসএ টিভি), শাইখুল ইসলাম উজ্জ্বল (আরটিভি) এবং সুরাইয়া অনু (৭১ টিভি)।
গত শনিবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটির গঠনের মধ্য দিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১