বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০২০

‘ভুয়া নারীবাদী’


নেহা ধুপিয়া ‘রোডিস রেভল্যুশন’ নামক একটি রিয়ালিটি শোর অন্যতম প্রধান দলনেতা। সম্প্রতি তিনি গণমাধ্যমের শিরোনাম হয়েছেন শোটিতে একজন প্রতিযোগীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

শোটির প্রোমেতে দেখা যায়, একজন প্রতিযোগী বলছেন, তিনি তার প্রেমিকাকে চড় মেরেছেন। আর এ চড়ের কারণ একই সময়ে আরো পাঁচটি ছেলের সঙ্গে সম্পর্ক রাখা। কিন্তু বিষয়টি ভালো লাগেনি নেহা ধুপিয়ার। কিন্তু প্রতিযোগীটিকে চড় মেরে বসেন এই বলে, তার কোনো অধিকার নেই মেয়েটিকে চড় মারার। বিষয়টি পুরোপুরি ওই মেয়ের পছন্দের ওপর, সে কটি ছেলেকে একই সময়ে চায়। সে তোমার সঙ্গে প্রতারণা করেছে, এর কারণ খুব সম্ভবত সে তোমাকে হুমকি মনে করেছিল। তাই বলে কেউ তোমাকে অধিকার দেয়নি মেয়েটিকে চড় মারার।

এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। আর এ নিয়ে বিদ্রূপের শিকার হয়েছেন নেহা। অধিকাংশ মানুষ তাকে ‘ভুয়া নারীবাদী’ বলছে। কারণ, অনলাইনে আরেকটি ভিডিও পাওয়া যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে অন্য আরেকটি শোতে নেহা একজন নারী প্রতিযোগীর প্রশংসা করছেন। ওই নারী একজন পুরুষের গায়ে হাত তুলেছিল একই সময়ে চারজন মহিলার সঙ্গে সম্পর্ক রাখার দায়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১