আপডেট : ১৪ March ২০২০
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে সবাইকে শতর্ক ও শক্ত থাকার আহ্বান জানিয়েছেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। শনিবার টুইট পোস্টে তিনি বিরাট লিখেছেন, ‘চলুন সবাই শক্ত থাকি। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোভিড-১৯ বিরুদ্ধে লড়াই করি।’ এরই মধ্যে বাতিল করে দেয়া হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। বৃহস্পতিবার ধর্মশালায় প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা হয়। করোনার প্রাদুর্ভাবে লৌখনো আর কলকাতায় ১৫ ও ১৮ মার্চ সিরিজের বাকি দুটি ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়। কোহলি বলেন, ‘সবাই নিরাপদ থাকুন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। দয়া করে সবাই সাবধানে থাকুন।’ এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ (আইপিএল) দেশটির বিভিন্ন ক্রীড়া ইভেন্ট স্থগিত করার সিদ্ধান্ত এসেছে। ভারতীয় ক্রিকেট সংস্থার (বিসিসিআই) কর্তা সচিন জয় শাহ বলেন, ‘তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আবারও ভারত সফর করবে দক্ষিণ আফ্রিকা দুই বোর্ড মিলে পরবর্তী সূচি ঠিক করবে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১