আপডেট : ১৪ March ২০২০
পবিত্র ঈদুল ফিতর আসতে এখনো বেশ খানিকটা দেরি হলেও মাঝখানের পয়লা বৈশাখের উৎসবের নির্মাণকে খুব বেশি প্রাধান্য না দিয়ে নির্মাতারা ঈদনাটক নির্মাণ নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। যে কারণে অভিনয়শিল্পীরাও ঈদনাটকের জন্যই বেশি শিডিউল দিচ্ছেন, নিয়মিত কাজ করছেন। গুণী নাট্যকার ও নির্মাতা সাজিন আহমেদ বাবু আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মাণ করেছেন ঈদ বিশেষ নাটক ‘উচ্চতর ভালোবাসা’। নাটকে আবারো একসঙ্গে কাজ করেছেন এই সময়ের জনপ্রিয় নাট্যাভিনেতা মোশাররফ করিম ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। নারী দিবসের আগেই রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানান সাজিন আহমেদ বাবু। নাটকটি নির্মাণের আগে গেল অমর একুশে গ্রন্থমেলা নিয়ে খুব ব্যস্ত সময় পার করেছেন বাবু। কারণ, গ্রন্থমেলায় তার লেখা ‘যে মনে কারফিউ’ উপন্যাসটি প্রকাশিত হয়। এর প্রকাশনা উৎসবেও উপস্থিত ছিলেন মোশাররফ করিম। সাজিন আহমেদ বাবুর নির্দেশনায় নির্মিত ‘উচ্চতর ভালোবাসা’ নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘মম খুব ভালো অভিনেত্রী, ভালোর জন্য ভালো বলা তেমনটি নয়। সত্যি সত্যি মম একজন অসাধারণ অভিনেত্রী। মম ভীষণ আবেগপ্রবণ একজন মানুষ। আবেগের পজিটিভ নেগেটিভ দুটোই আছে। মম খুব ভালো অভিনয় করে আসলে আবেগের কারণেই। আমার মনে হয় ভবিষ্যতে মমর আরো অনেক সময় পড়ে আছে নিজেকে অভিনয়ে আরো প্রমাণ করার। আর বাবু ভালো লিখে, ভালো নির্দেশনাও দেয়। কাজের প্রতি তার মনোযোগটা আছে, যেটা থাকা খুব জরুরি।’ জাকিয়া বারী মম বলেন, ‘আবেগ তো আসলে মানুষের জীবনে নানানভাবে প্রবাহিত হয়। একজন মোশাররফ ভাইয়ের অভিনয়ে আবেগটা আমরা বেশ ফলপ্রসূভাবেই পাই। একজন মোশাররফ করিমকে নিয়ে আরো যে ধরনের চ্যালেঞ্জিং কাজ করার কথা, তা হচ্ছে না। তাই পরিচালকদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, সময় থাকতে একজন মোশাররফ করিমকে যেন মূল্যায়ন করা হয়। তাকে নিয়ে যেন ভালো ভালো গল্পের নাটক-সিনেমা নির্মিত হয়। আমরা তো আসলে আমাদের কদর করতে জানি না। জানি না, বলেই আমরা আমাদের কাছে অবহেলিত।’ এরই মধ্যে মোশাররফ করিম ও মম সাগর জাহানের নির্দেশনায় ‘এক বৈশাখী ভোরে’ ও ‘বনলতা ও জোনাকির গল্প’ নাটকের কাজও শেষ করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১