বাংলাদেশের খবর

আপডেট : ১৪ March ২০২০

আলোচনায় মিশন এক্সট্রিমের টিজার


এক মিনিট ৩৩ সেকেন্ডের টিজারে দেখা গেল না কোনো রোমান্স। তবে ভরপুর ছিল পুলিশি অ্যাকশন আর থ্রিলারের জমজমাট আয়োজন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিমে’র টিজার। প্রথম ঝলকে দেখা গেছে, আরিফিন শুভ, তাসকিন, ঐশী, সাদিকা নাবিলা, সুমিত, মিশা সওদাগর, সুদীপকে দেখা গেল।

বলা যায়, ‘ঢাকা অ্যাটাকে’র পর দ্বিতীয় প্রয়াস ‘মিশন এক্সট্রিম’। বৃহস্পতিবার সন্ধ্যায় টিজার প্রকাশের পরই যেন হইচই পড়ে নেট দুনিয়ায়। ঢাকাই সিনেমাপ্রেমীরা হুমড়ে পড়ে টিজারটি দেখতে, যা দেখতে অপেক্ষায় ছিল এতদিন।

পুলিশ অ্যাকশন আর থ্রিলারে ভরপুর ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে। যৌথভাবে ফয়সাল আহমেদ ও সানি সানোয়ার পরিচালিত ছবিটির টিজারে মিশন সফল করতে সবকিছু তছনছ করে দিতে দেখা গেছে শুভ ও তার দলকে। বাংলাদেশের শহর, বনজঙ্গল, নদী নয়, টিজারে পাওয়া গেছে দুবাইয়ের মরুভূমি, যেখানে মিশন নিয়ে ছুটছিলেন।

ছবিটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন সানি সানোয়ার। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’-এ অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, মনোজ, ইরেশ যাকের, আরেফ সৈয়দ নাজমুস সাকিব।

এদিকে জানা গেছে, একসঙ্গে দুই কিস্তি নির্মাণ করা হয়েছে ‘মিশন এক্সট্রিমে’র। প্রথম কিস্তি ঈদুল ফিতরে এলেও পরের কিস্তি ঈদুল আজহায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১