বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০২০

করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী


নভেল করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন। এক বিবৃতিতে তিনি এতথ্য নিশ্চিত করেছেন বলে শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ডুটন জানান, সকালে ঘুম থেকে উঠে জ্বর অনুভব করেন তিনি। এ সময় গলা ব্যথাও ছিল। এরপরই চিকৎসকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে অস্ট্রেেলিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৬৭ জন; মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৪৭ জনের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১