আপডেট : ১২ March ২০২০
পাইকগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি মেলার সমাপনি অনুষ্ঠানে ৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ধ্রুব জ্যোতি সরকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার, দিবাকর বিশ্বাস, মিজানুর রহমান, ডল্টন রায়,বিল্লাল হোসেন, গোবিন্দ লাল কুন্ডু, শেখ তোফায়েল আহমেদ তুহিন, আবুল কালাম আজাদ, শাহীনুল ইসলাম, দেবদাস রায়, সাধক ঢালী, সরাজ উদ্দীন, আফজাল হোসেন ও মফিজুর রহমান। অনুষ্ঠানে কৃষক গোপাল দাশ, মুন্সি কামরুল ইসলাম, আব্দুল মজিদ সানা, দেবাশিষ সানা, লিয়াকত আলী গাজী, চম্পা সরকার, নয়ন তারা সরকার, আব্দুল্লাহ আল মামুন, শ্যামাপদ মন্ডল, বি. সরকার, আহসান উল্যাহ গাজী, হাফিজুর গাজী, মুকুন্দ বিহারী রায়, বাদল চন্দ্র নাথ, কাশেম শেখ, অনিমেশ মৃধা, শফিকুল ইসলাম, মনোজ কান্তি মন্ডল, কুদ্দুস গাজী, এ্যাওসেড, উত্তরণ, সিনজেনটা, ইস্পাহানি এগ্রো লিঃ ও বাংলাদেশ খেজুর ফাউন্ডেশনসহ ৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। সমাপনি অনুষ্ঠানে জারি গান পরিবেশন করেন আব্দুল মজিদ বয়াতি ও তার দল। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর, কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১