আপডেট : ১২ March ২০২০
ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই দেশটির ক্রিকেটারদের বলে থুতু না লাগানোর পরামর্শ দিয়েছে। করোনা ভাইরাস ছড়ানো ঠেকাতে এই পরামর্শ দেয়া হচ্ছে। আজ স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ম্যাচ সামনে রেখে এই পরামর্শ দেওয়া হয়। মূলত বোলিং করার আগে পেস বোলাররা বল চকচকে করানোর জন্য থুতু দিয়ে ট্রাউজারে ঘষেন যেটা বলের সুইংয়ে সাহায্য করে থাকে। ভারতের ক্রিকেট দলের পেস বোলার ভুবনেশ্বর কুমার বলছেন, ক্রিকেট বলে মার খেলে হবে বোলারের দোষ, কিন্তু বলে যদি থুতু দিয়ে চকচকে না করা যায় সেক্ষেত্রে এটা হতেই পারে। তবে ভুবনেশ্বর কুমার বলেছেন, ভারতের ক্রিকেট দলের চিকিৎসকরা শেষ পর্যন্ত যা বলবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সিরিজ শুরু হবার আগের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভুবনেশ্বর কুমার। অবশ্য বলে থুতু দেয়া যাবে কি যাবে না সে নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা অন্য কোনো বোর্ড থেকে। করোনা ভাইরাস নিয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সকল ক্রিকেটার, দলের সাপোর্ট স্টাফ, রাজ্য সংস্থাগুলোর জন্য একটি বিবৃতি দিয়েছে। যদিও এখানে মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যা পরামর্শ দেয়া আছে সেগুলোই বলা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্রিকেটারদের হাত মেলানো এড়িয়ে যাওয়া এবং অপরিচিত ফোন দিয়ে সেলফি তোলা। যেহেতু ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা আছে ও ভক্তরা ক্রিকেটারদের সংস্পর্শে আসতে চায়, সেক্ষেত্রে এটা নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে বোর্ড। ওদিকে সিডনিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, "আমরা এখনই এটা নিয়ে আলাদাভাবে কথা বলিনি, আমাদের এখানে করোনাভাইরাস নিয়ে কাজ করছেন অনেকে। সেখানে যা আলোচনা হবে সেটাই আমরা করবো।"
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১