বাংলাদেশের খবর

আপডেট : ১১ March ২০২০

বড় স্কোর করতে ব্যর্থ জিম্বাবুয়ে


টি-টোয়েন্টি সিরিজে বাংলাওয়াশ এড়াতে বড় স্কোর গড়তে পারেনি সফরকারী জিম্বাবুয়ে। শুরু থেকে নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে শন উইলিয়ামসন বাহিনী। তবে, অভিজ্ঞ ব্রেন্ডন ব্যাটসম্যান টেইলরের ফিফটিতে স্কোর বোর্ডে ১১৯ রান করে সফরকারী দলটি।

এর আগে, মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে শুরুতে হোঁচট খায় জিম্বাবুয়ে। এ ম্যাচে পেসার শফিউল ইসলামের বদলে খেলতে নেমেই তিয়ানশে কানুহুকাহুই তুলে নেয় আল আমিন হোসেন। ফিরে যাওয়ার আগে তিয়ানশে করেন ১০ বলে ১০ রান।

তবে, এই সফরে রান না পাওয়া ব্রেন্ডন টেইলর আজকে পেয়েছেন ফিফটি। ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

তার আগে, ক্রেইগ এরভিন সঙ্গে গড়ে তোলেন ৫৭ রানের মূল্যবান পার্টনারশিপ। তবে, সেখানে বাধ সাধেন ডানহাতি অফস্পিনার মেহেদী হাসান। ইনিংসে ১১.১ ওভারে তুলে নেন এরভিনকে। ফিরে যাওয়ার আগে তিনি ৩৩ বলে ৩ চারে করেন ২৯ রান।

তার বিদায়ে ক্রিজে আসেন অধিনায়ক শন উইলিয়ামসন। তাকেও মাঠে বেশি সময় থাকতে দেননি তরুণ উদীয়মান অলরাউন্ডার আফিফ হোসেন দ্রুব। ৮ বলে ৩ রান করে মাঠ ছাড়েন তিনি। শেষ দিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় স্কোর করতে পারেনি জিম্বাবুয়ে।

অন্যদিকে বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন পেসার মোস্তাফিজ ও আল আমিন। একটি করে উইকেট নেন আফিফ, সাইফুদ্দিন ও মেহেদী হাসান।

স্কোর:

জিম্বাবুয়ে ১১৯/৭ তিনাশে কামুনহুকামই ১০ (১০), ব্রেন্ডন টেইলর ৫৯ (৪৮), ক্রেইগ এরভিন ২৯ (৩৩), শন উইলিয়ামন ৩ (৮), সিকান্দা রাজা ১২ (০১), রিচমন্ড মুতাম্ববি ১ (২), সিটি মুতম্বদজি ৩ (৩), ওয়েসলে মাধেভেরে ০ (১), কার্ল মুম্বা ১ (১)।

বোলার: মোস্তাফিজুর রহমান ৪-০-২৫-০, মোহাম্মদ সাইফুদ্দিন ৪-০-৩০-১, আল আমিন হোসেন ৪-০-২২-২, হাসান মাহমুদ ৪-০-২৫-০, মেহেদী হাসান ৩-০-১৪-১, আফিফ হোসেন ১-০-২-১।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১