আপডেট : ১১ March ২০২০
গোপালগঞ্জের মুকসুদপুরে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী এসজে উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের ৬১টি স্কুল মাদরাসার অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মুহাম্মদ আফতাবুর রহমান আল হেলালী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্যা, সরকারী এসজে স্কুলের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সরদার মজিবর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন। প্রতিযোগিতার মর্ডরেটরের দায়িত্ব পালন করেন মুকসুদপুর উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার দ্বীপ সাহা। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শিহাব উদ্দীন, উপজেলা প্রোগ্রাম অফিসার অহিদুল ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১