আপডেট : ১০ March ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স-টুয়েন্টিফোরের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। অবশ্য সিএনএন এর এক প্রতিবেদনে হোয়াইট হাউস জোর দিয়ে বলেছে যে ট্রাম্পের করোনাভাইরাসের কোনো পরীক্ষা করার দরকার নেই। ফ্রান্স-টুয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে মার্কিন কংগ্রেসের দুই রিপাবলিকান সদস্য নিজেরাই কোয়ারেন্টিনে থাকার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে এসেছিলেন বলে নিজেরাই কোয়ারেন্টাইনে থাকবেন বলে ঠিক করেন তারা। তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং হাত মিলিয়েছেন কোয়ারেন্টানে থাকার ঘোষণা দেয়া এই দুই রিপাবলিকান নেতা। তারা দুজন হলেন রিপাবলিকান কংগ্রেসম্যান ডগ কলিন্স এবং ম্যাট গেইটস। এর মধ্যে ডগ কলিন্সের সঙ্গে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়েছে এবং তারা হাতও মিলিয়েছেন। এছাড়া ম্যাট গেইটস গত সোমবার ট্রাম্পের সঙ্গে সফর করেছেন। এর ফলে এই দুইজন আক্রান্ত হয়ে থাকলে ট্রাম্পের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে। ট্রাম্পের স্বাস্থ্যের বিষয়টি উদ্বেগজনক ভাবেই দেখা হচ্ছে। কারণ সংক্রমিত আমেরিকানদের সংখ্যা এরইমধ্যে ৭০ হাজারে এর উপর দাঁড়িয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১