বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২০

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী বরাবর খালেদার মুক্তি চেয়ে আবেদন


মুজিববর্ষে মানবিক কারণে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তি চেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন পাঠিয়েছেন এক আইনজীবী।

আজ মঙ্গলবার সকালে ডাকযোগে আইনজীবী ইউনুছ আলী আকন্দ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ আবেদন পাঠান।

আবেদনে তিনি বলেন, ‘অসুস্থতার কথা বিবেচনা করে সাবেক এ প্রধানমন্ত্রীকে মুক্তি দিতে অনুরোধ করছি।’

মুজিববর্ষে মানবিক দিক বিবেচনা করে সংবিধানের প্রস্তাবনা, ১১, ৪৮(৩), ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী খালেদা জিয়ার দণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

গত ৪মার্চ খালেদা জিয়ার মুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন করে তার পরিবার। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ চিঠি দেন।

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার মুক্তি চেয়ে চিঠিটি একই দিনে বিএসএমএমইউ হাসপাতালেও পাঠানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১