বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২০

যাত্রীর চাপে ভাঙল শাহজালালের থার্মাল স্ক্যানার


যাত্রীদের চাপে ভেঙে গেছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ (শরীরের তাপমাত্রা) পরীক্ষার একমাত্র থার্মাল স্ক্যানারটি।

গতকাল সোমবার রাতে বিদেশ ফেরত অতিরিক্ত যাত্রীর চাপে স্ক্যানারটি ভেঙে যায় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, এতদিন একটি স্ক্যানার দিয়েই যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হত। এতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। রাতে যাত্রীরা অধৈর্য হয়ে স্ক্যানারটির উপর হুমড়ে পড়লে সেটি ভেঙে যায়। এরপর থেকে সেটি অকেজো অবস্থায় রয়েছে।

তিনি আরো জানান, সাধারণ যাত্রীদের স্ক্যানারটি ভাঙলেও ভিআইপি টার্মিনালের স্ক্যানারটি বর্তমানে সচল রয়েছে। অন্যদিকে সাধারণ যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

তবে বিমানবন্দরে লোকবল বাড়িয়ে খুব দ্রুতই এ সমস্যার সমাধান করো হবে বলেও জানান ওই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১