বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০২০

নরসিংদীতে ‘ছয়াপরশ’ এর উদ্বোধন


নরসিংদী জেলার ৬টি উপজেলায় মোট ৭৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনি "ছায়াপরশ" এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ই মার্চ) বিকাল ৫ টায় এ অভিভাবক ছাউনি ‘ছায়াপরশ’ এর উদ্বোধন করা হয়

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ‘ছায়াপরশ’ এর উদ্বোধন করেন।

রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমপি রাজি উদ্দিন আহমেদ রাজুর সাথে কথা বলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাদেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, উপজেলা অফিসার (ভূমি) মোঃ মাহমুদুর রহমান খন্দকার, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ সহ উপজেলা কর্মকর্তাবৃন্দ ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষবৃন্দ।

আগামীতে রায়পুরার ২৪টি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে অভিভাবকদের বিশ্রামের জন্য অভিভাবক ছাউনি ‘ছাঁয়াপরশ’ নির্মাণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১