বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০২০

কাশিমপুর কারাগারে মহিলা কারাবন্দির মৃত্যু


গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে সাবেরা বেগম (৩৫) নামের এক নারী বন্দির মৃত্যু হয়েছে। 

গতকাল রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

নিহত সাবেরা বেগম ঢাকার কদমতলীর ৮২১ হাজী খোরশেদ আলী রোড এলাকার বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ডেপুটি জেলার অলিভা শারমিন জানান, ভোর পৌণে ৫টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে সাবেরাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একটি চুরির মামলায় গ্রেফতারের পর তাকে গত বছরের ২৪ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে পাঠানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১